শ্রীপুরে ৬ গরু চোরকে গনপিটুনি

গ্রাম বাংলা

DSCN0392

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম
শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে গরু চুরি করে ট্রাকে উঠানোর সময় ছয় গরু
চোরকে আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলকাবাসী।

আটককৃতরা হলো উপজেলার শৈলাট নয়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র শাহ্
আলম (৪০), পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া তালচালা গ্রামের
মফিজ উদ্দিনের পুত্র খোরশেদ আলম (২৬), ময়মনসিংহের ভালুকা উপজেলার পনাশাইল
গ্রামের হাবিবুর রহমানের পুত্র জামাল উদ্দিন (৩০), মল্লিকবাড়ী বরতা
গ্রামের নাজিম উদ্দিনের পুত্র আতিকুল ইসলাম (৩২), পালগাঁও গ্রামের খলিল
উদ্দিনের পুত্র মাজু মিয়া (৩২) এবং জামালপুর সদর উপজেলার রানারামপুর
গ্রামের মকবুল হোসেনের পুত্র সূজন মিয়া (২৮)।

সোমবার(১৯ জানুয়ারী) ভোর রাত ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের
ভূতুলিয়া গ্রামের নব্বেছ আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে। সকল ১০টার দিকে পুলিশ
তাদের আটক করে থানায় নিয়ে যায়।

গৃহকর্তা নব্বেছ আলী জানান, রাত আনুমানিক তিন টার দিকে তিনি তাহাজ্জতের
নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হচ্ছিলেন। এসময় বাড়ির গোয়াল ঘরে লাইট দিয়ে
দেখেন গোয়াল ঘরের তালা ভাঙ্গা। পরে তিনি ছেলেদের ঘুম থেকে ডাকলে তারা
বাড়ির পাশের সড়কে ট্রাকে গুরু ওঠানোর সময় দুই চোরকে ধরে চিৎকার শুরু করলে
এলাকাবাসী ধাওয়া করে আরো চার চোরকে আটক করে গনপিটুনী দেয়। পরে সকাল সাড়ে
৮টায় তাদেরকে শ্রীপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আটককৃত গরু
চোরদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্যে চিকিৎসার পর থানায়
জিজ্ঞাসাবাদ করে আদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *