মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পৌর ৩টি ওয়ার্ডে করোনা রোগী বেরে যাওয়ায়, ৩টি ওয়ার্ডকে রেডজোন ঘোষণা করা হয়েছে। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে উক্ত ৩টি ওয়ার্ডের স্বাস্থ্য কর্মকর্তা টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা চালু করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেকুর রহমান আকন্দ গতকাল ১২ই জুন শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে প্রেরিত বার্তার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কালীগঞ্জে রেড জোন হিসাবে ঘোষিত পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বসাধারণকে, নিম্নলিখিত মোবাইল নাম্বারে ফোন করে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
১. করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ সম্পর্কিত সেবা:
ডাঃ সঞ্জয় দত্ত (আর.এম.ও)- ০১৭২৪০১৪৫৭২
২. গাইনী ও প্রসুতি সেবা:
ডাঃ সানজিদা পারভীন (গাইনী কনসালন্টেট)- ০১৭১১৯৮২৪৭৬
৩. নবজাতক ও শিশু সেবা:
ডাঃ সাইফুল ইসলাম (নবজাতক ও শিশু কনসালন্টেট)- ০১৮১৫৫০২৮৭৯
৪. বাত ও হাড়ের ব্যাথা সেবা:
ডাঃ কাজী রাকিবুল হাসান (অর্থো কনসালন্টেট)- ০১৭১৭৪১৪২০০
৫. জরুরি বিভাগ ও অন্যান্য সেবা:
(জরুরী বিভাগ)- ০১৭৩০৩২৪৪৮০
“সেবা নিন করোনা মুক্ত হয়ে সুস্থ্য থাকুন”