একদিনে ভারতে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ১১ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা ১১ হাজার ৪৫৮। এতে আরো বলা হয়, সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৯৩। এ কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে। করোনা ভাইরাস বিশে^ যে ১০টি দেশকে সবচেয়ে বাজেভাবে আঁকড়ে ধরেছে তাতে চতুর্থ অবস্থানে এখন ভারত। মৃতের সংখ্যা সেখানে দাঁড়িয়েছে কমপক্ষে ৮ হাজার ৮শত ৮৪। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৮৬ জন।
ভারতে সবচেয়ে করুণ অবস্থা মহারাষ্ট্রে। শুক্রবার সেখানে ৩৪৯৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রম করেছে। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার অতিক্রম করেছে। সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১২১৪। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৪০ হাজার। সেখানে ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৮২ জন।