নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পাঁচশত টাকার জন্য মোশাররফ হোসেন নামে এক বাসচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক বাসচালকের যুবকের বিরুদ্ধে।
(১৯ মে মঙ্গলবার) সকাল আটটার দিকে পৌর শহরের বৈরাগীচালা (আমান টেক্সট সংলগ্ন) এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন (৬০) পৌর শহরের লোহাগাছ গ্রামের মৃত বারেক মুনসীর ছেলে। অভিযুক্ত শরাফত আলী (২৮) পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামের নসর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, মোশাররফ গত ৫ বছর ধরে শ্রীপুর চৌরাস্তার লাকী এন্টারপ্রাইজের একটি স্টাফ বাস চালাতেন। প্রতি দিনের মত মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে আমান টেক্সটাইলে যায় মোশাররফ। বাস থেকে শ্রমিকরা নেমে গেলে হঠাৎ শরাফত তার পকেট থেকে মোবাইল কেড়ে নিয়ে পাঁচশত টাকা দাবি করে। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে মোশাররফ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কানে আঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।