কূটনৈতিক রিপোর্ট: করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া অবশিষ্ট নাগরিকদের উদ্ধারে আরো তিনটি বিশেষ ফ্লাইট চালাবে বৃটেন। শুক্রবার ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২০, ২৬ ও ৩১শে মে এসব বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। সব ক’টি ফ্লাইটি সিলেট কানেকটিং হবে, তবে ইমিগ্রেশন হবে ঢাকায়, অর্থাৎ ঢাকা টু হবে স্পেশাল ফ্লাইটগুলো। তিন ফ্লাইটে ৯০০ বৃটিশ নাগরিককে ফেরানো যাবে বলে ধারণা দেয়া হয়েছে।
এর আগে বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে প্রথম দফায় ৪টি ও দ্বিতীয় দফায় ৫টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়। এতে ২ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নেয় বৃটেন।