ময়মনসিংহে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৭, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

Slider জাতীয় সারাদেশ


ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য ইয়াসিন আরাফাত শাওনকে (৩৬) বিপুল পরিমাণ, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এসময় শাওনের আরও ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়।

শনিবার ভোরে মহানগরীর চামড়াগুদামের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অন্যরা হচ্ছেন, মাসুদ পারভেজ (৩০), রায়হান আহমেদ রাজীব (২৮), মানিক মিয়া (২৭), হৃদয় আহমেদ (১৮), রাজীব (৩০) ও বাপ্পী খা (৩৬)।
শনিবার বিকালে র‌্যাব-১৪’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়ে অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন বলেন, তাদের কাছ থেকে দুইটি পিস্তল, একটি রিভালভার, তিনটি ম্যাগাজিন দুইটি শর্টগান, একটি টেলিস্কোপিক সাইট, সাতটি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ইয়াসিন আরাফাত শাওন ও তার ভাই মাসুদ পারভেজ ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, চোরাচালান, ছিনতাই ডাকাতি ও মাদকের সাত থেকে আটটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *