গাজীপুর: কালিয়াকৈরে আগুনে পুড়ে বাসের হেলপার তোফাজ্জল নিহতের ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় কালিয়াকৈর পৌর বিএনপি’র সভাপতি হুমাইয়ুন কবির খান ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মজিবুর রহমানসহ বিএনপি-জামায়াতের ৩৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করা হয়েছে।
শুক্রবার(১৬ জানুয়ারী) কালিয়াকৈর থানার পরিদশক(তদন্ত) রফিকুল ইসলাম জানান। হত্যা মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবারের রাতে পুলিশ কালিয়াকৈরের ৭নং পৌর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কালিয়াকৈরের লতিফপুেরর বটতলা এলাকায় আদ্রা নামের (ঢাকা মেট্রো জ-১১-০৩৫২) একটি বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সে সময় কে বা কারা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় বাসের পাহারায় থাকা হেলপার তোফাজ্জল ঘুমিয়ে ছিলো। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। বৃহস্পতিবার গাজীপুর সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। নিহত তোফাজ্জল হোসেন সুনামগঞ্জ জেলা সদরের নারায়নতলা এলাকার ওয়াহেদ আলীর ছেলে।