রংপুর: উত্তরবঙ্গের সর্ববৃহত ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও-প্রসপারিটি প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের আওতায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নে nCOVID-19 ভাইরাস মোকাবেলা করার জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে শ্রমজীবি, দরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোছাদ্দেক আলী (আজাদ) উপস্থিত থেকে ইউনিয়নের কার্যক্রম উদ্বোধন করেন। স্বাস্থ্য সেবা ক্যাম্পে কিছু ঔষধ দিয়ে সহযোগিতা করার জন্য ইবনে সিনা ও ইথিক্যাল ড্রাগস লিমিটেড কে সংস্থার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন ইএসডিও প্রসপারিটি প্রকল্পের সমন্ময়কারী জনাব মোঃ আইনুল হক মহোদয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবার এই ক্যাম্প প্রতিদিন সকাল ১০ হতে দুপুর ২ টা পর্যন্ত মর্ণেয়া ইউনিয়ন পরিষদে চত্বরে চলমান থাকবে।