সখীপুরে ২০ জন ধান কাটা শ্রমিক মজু‌রির স‌ঙ্গে অতিরিক্ত ত্রাণ সহায়তা পেলেন

Slider বাংলার মুখোমুখি


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সখীপুরে মজু‌রির স‌ঙ্গে অ‌তি‌রিক্ত ত্রাণ সহায়‌তা পে‌য়ে‌ছেন ২০ জন ধান কাটা শ্র‌মিক। আজকে মঙ্গলবার (৫ ই মে) দুপু‌রে সখীপুর উপ‌জেলার গোহাইলবা‌ড়ি বাগপাড়া গ্রা‌মে ২০ জন শ্র‌মিক‌কে পূর্ব‌ঘো‌ষিত এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা ওই গ্রা‌মে উপ‌স্থিত হ‌য়ে শ্র‌মিক‌দের হাতে ত্রাণ সামগ্রী তু‌লে দিয়েছেন।আর এ সময় ব‌হেড়া‌তৈল ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, কৃ‌ষি কর্মকর্তা নূরুল ইসলামসহ স্থানীয় ইউ‌পি সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

এর আ‌গে ইউএনও আসমাউল হুসনা লিজা “কাট‌লে ধান, মিল‌বে ত্রাণ” স্লোগানে সখীপুর উপ‌জেলার কর্মহীন হ‌য়ে পড়া শ্র‌মিক‌দের ধান কাট‌তে নাম নিব‌ন্ধের আহ্বান জানিয়েছিলেন।

সখীপুর উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা নূরুল ইসলাম জানিয়েছেন,” (ইউএনও) ম্যাডামের আহ্বা‌নে সাড়া দি‌য়ে এ পর্যন্ত আমা‌দের কা‌ছে সখীপুর উপ‌জেলার এক হাজা‌রের বে‌শি শ্র‌মিক নিবন্ধন ক‌রে‌ছেন। আর বিষয়‌টি এলাকা ভি‌ত্তিক উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তারা খোঁজ খবর রাখ‌ছেন। নিয়‌মিত ধান কাটার সা‌পে‌ক্ষে প্র‌ত্যেক‌কেই মজু‌রির পাশাপা‌শি ত্রাণ সামগ্রীও পৌঁ‌ছে দেওয়া হ‌বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *