সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কৃষকের ধান কেটে দিলেন। টাঙ্গাইলের সখিপুরে শিক্ষকগণও পিছিয়ে নেই মানুষের পাশে দাড়াতে। আর এমনই এক মহৎ কাজের সাক্ষী হয়েছেন তারা।
টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী, মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় একজন গরীব কৃষকের ৩৫ শতাংশ জমির ধান কেটে দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেছেন, ” শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গরীব কৃষকের ধান কেটে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার উদ্যোগ নিয়েছি। ”
কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়া জানিয়েছেন, ” গরীব কৃষকের ধান কাটার টাকা নাই। এমন সংবাদ পেয়ে শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কৃষকের ধান কেটে দেই। যার যার অবস্থান থেকে আপনারা গরীব কৃষকদেরকে সহায়তা করুন।”
উল্লেখ্য যে, কৃষক মাহবুব মিয়া তাদের এমন মহৎ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আর এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়া, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইদ্রিস আলী সিকদার, কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক আঃ আলীম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।