ডেস্ক: বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বকে থমকে দেওয়া প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ। আর মৃত্যুর হিসাব ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব মতে শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ১ হাজার ১৮৯ জনের শরীরে। সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে, ১১ লাখ ৩১ হাজারের বেশি। ২ লাখ ৪২ হাজারের বেশি আক্রান্ত হয়েছে স্পেনে। ইতালিতেও আক্রান্তের সংখ্যা ২ লাখের উপরে।
সারা বিশ্বে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬০৪ জনের। সবচেয়ে বেশি ৬৫ হাজারের বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে। মৃতের হিসাবে আমেরিকার পরে ইতালি।
অবশ্য মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যায় অনেক তফাৎ। সারা বিশ্বে ১০ লাখ ৮১ হাজার ৬৩৯ জন সুস্থ হয়েছেন।