“আমার প্রাণের বাবা”
— সাংবাদিক সাজ্জাত হোসেন
জন্ম দিয়েছো তুমি যে আমায়,
চাঁন মিয়া মোর বাবা।
ছোট্ট বেলায় ঘুড়ে বেড়িয়েছি,
করেছি কতো যে খেলা।
ছাড়ার মতো আগলে রাখতো,
আমার প্রাণের বাবা।
তৃপ্তি ভরে পাইনি আদর,
আমি যে পরিবারে ছোট।
আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে,
আয়ু দিয়েছে খাটো।
দীর্ঘ সময় কষ্ট করেছো,
আরব দেশে থেকে।
সুখ যে তোমায় দিতে পারিনি,
আমি বেঁচে থেকে।
অবুঝ যখন ছিলাম আমি,
তুমি মরুর দেশে।
বুঝতে যখন শিখেছি আমি,
তুমি লাশের বেশে।
ইহকালে রাখবে আল্লাহ,
আমায় যত দিন।
মন প্রাণ থেকে হবেনা তুমি,
কোন কিছুতেই বিলিন।
চার ভাই মিলে কাধে নিয়েছি,
তোমার লাশের খাট।
তোমায় ছাড়া জীবন আমার,
মরু তেপান্তরের মাঠ।
বট বৃক্ষের ছায়ার মতো,
দিয়ে ছিলে তুমি ছায়া।
শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে,
ভুলবো না তোমায় বাবা।