গাজীপুর: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব),গাজীপুর জেলা শাখা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তিনশত মানুষকে ত্রান বিতরন করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে দুস্থ গরীবদের তালিকা নির্ণয় করে তাদের ঠিকানায় চাল,ডাল, তেল, আলু, চিনি,ছোলা ইত্যাদির প্যাকেট পাঠানোর ব্যবস্থা করা হয়।
আজ শুক্রবার শহরের মাজেদা কমপ্লেক্স এ জেলা ড্যাব আয়োজিত ত্রান বিতরনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম।
এ সময় ডা.মাজহার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কোন ক্রান্তিকালে জাতির পাশে দাঁড়িয়ে সাহস যুগিয়েছেন। ভয়াবহ করোনা মহামারীতেও তিনি বিএনপির নেতাকর্মীদের, এবং চিকিৎসকদেরকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন–। এছাড়াও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান- জনাব তারেক রহমান এর নির্দেশে সারাদেশে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই দেয়া হচ্ছে-। বিএনপির পাশাপাশি ড্যাবের এই সেবামূলক কার্য়ক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
জেলা ড্যাবের আহবায়ক সহকারী অধ্যাপক ডাঃআলী আকবর পলানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ড্যাবের যুগ্ম আহবায়ক ডাঃ শাহজাহান সিরাজ, সদস্যসচিব ডাঃ খলিলুর রহমান, ডাঃ আশরাফুল ইসলাম মাসুম প্রমুখ

