জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরীর শরীরে করোনার নমুনা শনাক্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে লকডাউন কার্যকর হয়েছে। জয়পুরহাটের সিভিল সার্জন সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ্য প্রহরীর ভগ্নিপতির গার্মেন্টস কর্মী কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে করোনা উপস্থিতি নিয়ে বাড়ি আসেন। পাশাপাশি অবস্থানের কারণে নৈশপ্রহরী নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর গতকাল তার শরীরে করোনা উপস্থিতির রিপোর্ট এসেছে। ওই নৈশ প্রহরী হাসপাতালে ওয়ার্ড বয়েরও দায়িত্বপালন করেছিল। এ কারণে হাসপাতালটি লকডাউন করা হয়। বর্তমানে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। শনাক্ত হওয়া অন্যদের মধ্যে ১৭ বছরের এক যুবক তাবলিগ জামাত থেকে এবং বাকিরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।