গাজীপুরে বিচারক ও আসামী মুক্তিযোদ্ধা মন্ত্রী!

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু ফুলজান বিবির বাংলা বাংলার আদালত বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ

SAMSUNG CAMERA PICTURESSAMSUNG CAMERA PICTURES

ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জেলা শহরের প্রান কেন্দ্রে মুক্তিযোদ্ধা মন্ত্রীর প্রভাবে ভাওয়াল এস্টেটের জমি বরাদ্দ প্রদানের প্রতিবাদে মিছিল ও  মানববন্ধন হয়েছে। প্রতিবাদ সমাবেশ শেষে ভূক্তভোগীরা মুক্তিযোদ্ধা মন্ত্রীর বরাবরই ন্যায় বিচার চেয়ে স্বারকলিপি দিয়েছেন। ফলে বিচারক ও আসামী মুক্তিযোদ্ধা মন্ত্রী বলে গুঞ্জন চলছে।

সোমবার দুপুরে রথখোলা থেকে একটি মিছিল গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রীর নিকট একটি স্বারকলিপি দেয়া হয়।

স্বারকলিপিতে বলা হয়, গাজীপুর জেলা প্রশাসন কথিত প্রেস ক্লাবের নাম ব্যবহার করে ১২ শতাংশ জমি বরাদ্দ দিয়ে উচ্ছেদের নোটিশ দিয়েছেন। নালিশি জমিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলনকারীরা বসবাস করছেন। বসবাসকারীদের নামে সহজ কিস্তিতে বিক্রয় আদেশ প্রদানের আবেদন করা হয়েছে ওই মানববন্ধনে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাওয়াল রাজ কোর্ট অব ওয়ার্ডস এস্টেট লীজি বসবাসকারী সমিতির সভাপতি এড. দেওয়ান আবুল কাশেম। সমিতির নেতা এম এ সিদ্দিক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে  আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিশিষ্ঠ পরিবহন শ্রমিক নেতা কমরেড মেঃ ওসমান আলী, সমিতির নেতা এ বি এম সামসুল হক, মোঃ সেলিম ও মোঃ নুরুল ইসলাম প্রমূখ।

প্রসঙ্গত: বেশ কিছুদিন যাবৎ গাজীপুর জেলা প্রশাসনের অভ্যন্তরে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী মানিক্য মাদব ঠাকুরের রান্না ঘর জবর দখল করে কতিপয় ব্যাক্তি কথিত প্রেস ক্লাবের নামে জমিটি দখল করে রেখেছেন। বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও নয়াদিল্লী হাইকোর্টের আদেশ অমান্য করে ওই সকল ব্যাক্তিরা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করে আসছেন। এখন ওই খান থেকে সহজ সরল সাধারণ মানুষের দীর্ঘদিনের বসত ঘর উচ্ছেদ করার চেষ্টা করছেন তারা। বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নাম ভাঙ্গিয়ে একটি চক্র হিন্দুদের তীর্থস্থান জবর দখল করে এখন সাধারণ মানুষেকে বসত ঘর থেকে উচ্ছেদের অপচেষ্টা চালিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *