গাজীপুরে নতুন তিন করোনা রোগী সংক্রমন এলাকা পরিবর্তন

Slider গ্রাম বাংলা জাতীয়


গাজীপুর: গাজীপুর জেলায় নতুনভাবে আরো তিন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা হলেন গাজীপুর সদরে ১জন ও কালিয়াকৈরে ২জন। এই নিয়ে গাজীপুর জেলায় আক্রান্তের সংখ্যা ৩২৮জন। ফলে এই জেলায় স্থিতিশীল রয়েছে শ্রীপুর, কালিগঞ্জ ও কাপাসিয়া।

আজ সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক গ্রুপ থেকে এ তথ্য জানা যায়।

ওই পোষ্টে বলা হয়, গত ২৬ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে। গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে নতুন ১জন সহ সবচেয়ে বেশি ১১৪ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে এখনো দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৯০ জন। কাপাসিয়া উপজেলায় ৭০ জন স্থিতিশীল আছে। কালিয়াকৈর উপজেলায় ২জন নতুন ভবে বেড়েছে। ফলে এই উপজেলায় রোগীর সংখ্যা ৩২ জন এবং শ্রীপুর উপজেলায় ২২ জনের করোনা পজিটিভ ঠিক আছে, বাড়েনি।

এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৩৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ৮৯ জনের। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। বর্তমানে জেলায় করোনার আক্রান্ত রোগীর সর্বশেষ মোট সংখ্যা ৩২৮জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *