আমিন মোহাম্মদ,
সৌদি আরব করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
রিয়াদঃ দৈনিক চাঁদপুর কন্ঠের ২০ বছরপুর্তি এবং ২১ বছরে পদার্পণ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের স্থানীয় একটি হোটেল আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক চাঁদপুর কন্ঠের সৌদি আরব ব্যুরোচীফ, সৌদি আ আরব প্রবাসী সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আল নাখলা মেডিক্যাল সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম।
বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাৎ হোসেন।
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক, বাংলানিউজের সৌদি আরব করেসপন্ডেন্ট মোহাম্মদ আল-আমীনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি এটিএন বাংলা এবং আরটিভির সৌদি আরব ব্যুরো চীফ মোহাম্মদ আবুল বশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, খবর গ্রুপের রিয়াদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রবাসী চাঁদপুর জেলা ফোরামের সিনিয়র সহ-সভাপতি হানিফ মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সহ অর্থ সম্পাদক কামাল বাঙ্গালী।
বক্তব্য রাখেন, এসএ টিভির রিয়াদ প্রতিনিধি শাহ পরান মিঠু, প্রবাসী শাহরাস্তি ফোরামের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভুঁইয়া, সমাজ সেবক মাইনুল ইসলাম,বিল্লাল হোসেন মিন্টু, বাচ্চু মিয়া আরিফ।
এ সময় অন্যান্যের মাঝে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হালিম নিহন ছাড়াও স্থানীয় প্রবাসী সাংবাদিক এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকাটি চঁদপুর তথা বৃহত্তর কুমিল্লার গণমানুষের প্রিয় মুখপত্র হিসাবে জনপ্রিয়তা লাভ করেছে। দেশের গণ্ডী পেড়িয়ে বিদেশের মাটিতেও সমান ভুমিকা পালিন করে চলেছে দৈনিক চাঁদপুর কন্ঠ। আজ ২১ বছরে পদার্পণের এই শুভক্ষনে এসে পত্রিকাটি তাই প্রমান করেছে।
বক্তারা আরও বলেন, আগামীতে এই পত্রিকা জাতীয় পত্রিকা হিসাবে রুপান্তরিত হবে আমরা সেই আশা করছি । আজীবন পত্রিকাটি মানুষের ভালবাসা নিয়ে পথ চলুক আমরা এই আশা। আগামিতে এই পত্রিকার মাধ্যমে আরও ভালো ভালো সাংবাদিক তৈরি হবে দেশের কল্যাণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।