গাজীপুরে কারখানায় বিক্ষোভ, ভাংচুর

অর্থ ও বাণিজ্য গ্রাম বাংলা জাতীয় নারী ও শিশু বাংলার মুখোমুখি সারাদেশ

Gazipur_
ফাহিমা নূর/মোস্তফা কামাল
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: শ্রমিক নিহতের গুজবে চেরি টাওয়েল মিলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ ও ভাংচুর করেছে।

শুক্রবার বিকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ  শুক্রবারের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছেন।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবীর জানান, ওই কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে কারখানার এক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ্য শ্রমিককে নিজস্ব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেন।

বিকালে কারখানায় গুজব ছড়িয়ে পরে, অসুস্থ্য ওই শ্রমিক সু-চিকিৎসার অভাবে মারা গেছেন। কারখানায় এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাংচুর করে।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ কারখানায় গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন। তবে কোন শ্রমিক মারা যায়নি। অসুস্থ্য শ্রমিকসহ শনিবার সকল শ্রমিকদের নিয়ে বৈঠক করা হবে। ওই ঘোষনার পর শ্রমিকরা বাড়ি ফিরে যায়। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *