ঢাকা :সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে সম্মিলিত ইসলামী দলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বাদ জোহর বায়তুল মোকারমের সামনে বিক্ষোভ করার কথা থাকলেও তাদের মসজিদ থেকে বেরুতে দেয়নি পুলিশ। ফলে সিঁড়ির ওপর দাঁড়িয়েই কর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন নেতৃবৃন্দ।
বক্তৃতা চলাকালে ইসলামী ফাউন্ডেশনের অফিসের দিক থেকে ইসলামী গবেষণা পরিষদের ব্যানারে বেশ কিছু লোক এসে সম্মিলিত ইসলামী দলের সমাবেশে হামলা চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে কয়েকজন আহত হন। ইসলামী গবেষণা পরিষদের লোকেরা ইসলামী দলের ব্যানার ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ রাস্তা থেকে ভেতরে এসে লাঠিচার্জ করে এবং সম্মিলিত ইসলামী দলের তিনজনকে আটক করে নিয়ে যায়।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি ফখরুল ইসলাম, আবুল কাসেম কাসেমী। তারা অবিলম্বে লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি জানান। তারা বলেন, লতিফ সিদ্দিকী যেদিন সংসদে যাবে সেদিনই সংসদ ঘেরাও করা হবে।