সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের আতঙ্কের ভেতরেও টাঙ্গাইল জেলার বাসাইলে যোগ হয়েছে পাগলা কুকুরের কামড় আতঙ্ক।
গত শুক্রবার (২৪ই এপ্রিল) বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়েছেন দুই শিশুসহ ৭জন।
এদিকে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার দিনের বিভিন্ন সময় পৌর এলাকার থানাপাড়ার মঙ্গল মিয়ার ছেলে কবির মিয়া, পূর্বপাড়ার বেনু সুত্রধর, উত্তরপাড়ার সোমা আক্তার (১৩), বেপারী পাড়ার পলান বেপারী, উপজেলার সুন্যা গ্রামের মারুফ (৮) ও আবিদ ও কাঞ্চনপুরের আসমা আক্তারকে কুকুরে কামড়িয়ে আহত করেছে। এরপরে তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আর এ এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরমেডিক্যাল সহকারী সুবোধ কুমার দাস জানিয়েছেন,”যে সাতজনকে পাগলা কুকুর কামড় দিয়েছে তাদের ক্ষতগুলো খুব বেশি নয়। আর প্রত্যেককেই ইনজেকশন দেওয়া হয়েছে। “