সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন ভূমি অফিস ঝড়ো হাওয়ায় তছনছ হয়ে গেছে। গত কাল রাতে রবিবার ১৯ই এপ্রিল তারিখে গভীর রাতে ঝড়ো হাওয়ায় ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের ভূমি অফিস লণ্ডভণ্ড হয়ে গেছে।
ঝড়ে লণ্ডভণ্ড হওয়ায় এতে ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আর এই ব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ.এইচ.এম আব্দুল্লাহ আল মোমিন জানিয়েছেন, ” আজকে সোমবার (২০ই এপ্রিল) সকালে অফিসে এসে দেখি ঝড়ো হাওয়ায় অফিস ঘরের টিনের চাল উড়ে গেছে। একইসাথে জরুরী কিছু নথিপত্র ভিজে যায়। এগুলো দেখে তৎক্ষনাৎ ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। এখন তার নির্দেশে আজ থেকে অফিসে রাত্রিতে পাহাড়া দেওয়ার ব্যবস্থা করেছি। ”
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেছেন, “জরুরী ভাবে এসব মেরামত করতে বলেছি।। এতে মৌসুমী বৃষ্টি ও ঝড়ে আর যেন কোন ক্ষতি না হয়।”