গাজীপুর: অবেশেষ সর্বস্তরের মানুষের দাবীর মুখে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল হল করোনা সংক্রমিত রোগীর চিকিৎসার জন্য মনোননীত হাসপাতাল।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মোঃ মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়।
প্রসঙ্গত করোনা ভাইরাসের আক্রমন শুরু হওয়ার পর থেকেই গাজীপুরে করোনা চিকিৎসালয় করার দাবী উঠে। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন। গ্রামবাংলানিউজ এই দাবী করে একাধিক সংবাদ প্রকাশ করে। গাজীপুরে করোনা চিকিৎসার হাসপাতাল করার জন্য সব মহল থেকেই দাবী উঠে। গাজীপুর সিটি মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রামবাংলানিউজে সাক্ষাৎকার দিয়ে ৭০ লক্ষ গাজীপুরবাসীর জন্য করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষায় গাজীপুরে ১০০ বেডের আইসোলেশন সেন্টার সহ ২০০ বেডের একটি অত্যাধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করতে স্বাস্থমন্ত্রীর নিকট দাবী জানান।
চলতি মাসের ১০ এপ্রিল জিসিসির মেয়রের দেয়া সাক্ষাতকার যে নিউজ ভাইরাল হয়।
লিংক