সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ বিনামূল্যে পৌঁছে দিচ্ছে ন্যাপকিন! টাঙ্গাইলে ঘরে থাকা নারীদের স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’।
সোশ্যাল মিডিয়াতে শিশুদের জন্য ফাউন্ডেশনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সাধারণ মানুষ। বিশেষ করে, নারীরা এ উদ্যোগে দারুণ খুশি। এখন আপাতত টাঙ্গাইল সদরের মধ্যেই তাদের কার্যক্রম চালু রয়েছে।
আর এই সংগঠনের স্বেচ্ছাসেবী এশা আক্তার জানিয়েছেন,”প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। ফলে ইতোমধ্যেই অর্ধ শতাধিক নারীর ফোন পেয়ে আমরা স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়েছি। দুইটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। এখন যে কেউ ফোন দিয়ে স্যানিটারি ন্যাপকিনের জন্য বলতে পারবেন।”
স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেছেন, “পিরিয়ডের সময়ে মা বোনদের স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয়। বর্তমানে লকডাউন হওয়াতে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। আর লজ্জায় কাউকে বলতেও পারছেন না। তাদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিচ্ছি আমরা।”