গাজীপুর: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তিনি মারা যান।
ওই ব্যক্তির বাড়ি শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, শুক্রবার রাতে নগরহাওলা গ্রামে করোনা উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। আট-দশ দিন ধরে তিনি ঠাণ্ডা-জ্বরে ভুগছিলেন। করোনা সংক্রমণের আতঙ্কে তিনি কোনো চিকিৎসা কেন্দ্রে যাননি। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠিয়েছেন। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দের্শনা দেয়া হয়েছে।