স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে এমন দেখা যায়নি আগে। আইসিসি’র টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের মর্যাদা ছিল সাকিব আল হাসানেরই। তবে এবার বাংলাদেশের এ ক্ষণজন্মা ক্রিকেটার সিংহাসনে বসলেন টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়েও। সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডারের তালিকায় সাকিব পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডারকে। আর ওয়ানডেতে সাকিব পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে দুই নম্বরে ঠেলে দিয়ে পাচ্ছেন একনম্বর অলরাউন্ডারের মর্যাদা। আইসিসি’র সর্বশেষ অলরাউন্ডারের তালিকায় ফিল্যান্ডারের ৩৪১ র্যাঙ্কিং পয়েন্ট। এতে সাকিবের ৩৯৮। আর ওয়ানডেতে হাফিজের ৩৯৮কে পিছে ফেলে সাকিবের ৪০৩ পয়েন্ট। আইসিসি’র ইতিহাসে একাধারে তিন ফরমেটের ক্রিকেটে একনম্বর অলরাউন্ডারের খেতাবের নজির নেই আর কারও।