ঢাকায় পুলিশ বক্সে, নারায়ানগঞ্জ ও গাজীপুরে ৫ গাড়িতে আগুন

Slider জাতীয়

fire_111126

গাজীপুর: রাজধানী ঢাকার গুলিস্থানে  পুলিশ বক্সে আগুন দিয়েছে অবরোধকারীরা। গাজীপুর মহাগরের চান্দনা চৌরাস্তায় ও শিমুলতলিতে দুটি বাসে আগুন দিয়েছেন তারা।  তবে  যাত্রী নামিয়ে আগুন দেয়ায়  হতাহতের ঘটনা ঘটেনি।

রাজধানীর গুলিস্তান অলিম্পিক ভবনের পেছনে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফর নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর গোলাম মোস্তাফা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীর মৌচাক মার্কেটের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে কয়েকজন অবরোধ সমর্থক পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

গাজীপুরে বাসে আগুন

প্রত্যক্ষদশীরা জানান, সোমবার(১২জানুয়ারী) রাত ৯টার দিকে গাজীপুর
মহানগরের চান্দনা চৌরাস্তায় গাজীপুর সড়ক ও জনপথ ভবনের সামনে বলাকা
পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পুর্ন
পুঁড়ে গেছে।

এদিকে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-শিমুলতলি রোডের শিমুলতলিতে যাত্রী নামিয়ে
একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করলেও বাসের
অনেক অংশ পুঁড়ে যায়।

এসকল বিষয়ে পুলিশ কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানালেও গাজীপুর ফায়ার
সাভিসের উপ-সহকারী পরিচালক(ডিএডি) আক্তারুজ্জামান লিটন
বলেছেন, ফায়ার সাভিস ছাড়াই হয়ত আগুন নিয়ন্ত্রন হয়ে গেছে।

নারায়ারগঞ্জে ৩ গাড়িতে আগুন

অবরোধ চলাকালে সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরে দু‍’টি যাত্রীবাহী উৎসব পরিবহনের বাস ও একটি কাভার্ডভ্যানের আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় উৎসব পরিবহনের দু’টি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-১৫৮৫) ও (ঢাকা মেট্রো ব ১৪-০৪২০) এবং একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো ড-১১-১৯২৮) গতিরোধ করে দুর্বৃত্তরা। ওই সময়ে দুর্বৃত্তরা গাড়ি তিনটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে করে বাস দু’টির বেশিরভাগ অংশ পুড়ে যায়। আর কাভার্ডভ্যানটির আংশিক পুড়ে গেছে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *