শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ৪৯ জনের মধ্যে ৩৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। রোববার সেবা পরিদপ্তর থেকে পাঠানো এক পরিপত্রে নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জকে ওই শিক্ষার্থীদের ভর্তি বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্তরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এদের মধ্যে মনিকা খাতুন ও মোছা. নাসিমা নামে দুই জনকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ আলোমতি বেগম জানান, ওই ৩৮ শিক্ষার্থী যে রোল নম্বরের ভর্তি হয়েছে একই রোল নম্বরে অন্যান্য ইনস্টিটিউটে আরও ৩৮ জন ভর্তি হয়েছে। চুয়াডাঙ্গা সেবা পরিদপ্তর ওই ৩৮ জনের বিরুদ্ধে ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ এনে ছাত্রত্ব বাতিলের নির্দেশ দিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা জানান, সার্কুলারের নিয়ম মেনে ফরম পূরণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা সিদ্ধান্ত বাতিল করা না হলে আমরণ আন্দোলন করবেন তারা।