করোনায় ৪৭ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস যেন ভয়ঙ্কর রূপ ধারণ করছে প্রতিনিয়ত। বিশ্বজুড়ে দেশে দেশে হানা দিচ্ছে এই ভাইরাস। প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্তের সংখ্য। সে সঙ্গে বাড়ছে মৃত্যুও। ২০৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৫ হাজার ৮৪০।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ৮৩৫ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩৫ হাজার ৪৭৮ জনের অবস্থা গুরুতর।

এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৭৫ জনের শরীরে। সেখানে মারা গেছেন ৫ হাজার ১১০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *