গাজীপুর: সোমবারের হরতালের সমথনে জামায়াত-শিবির মহানগরের ৪টি স্থানে
মিছিল, সমাবেশ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচূর ও আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে।
।
প্রত্যক্শদশীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবির গাজীপুর
মহানগরের সাইনবোড এলাকায় একটি মিছিল বরে করে। এসময় তারা বেশ কয়েকটি
ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয়।
৬টার দিকে মালেকের বাড়িতে একটি বলাকা বাস ও কলের বাজার এলাকায় একটি
ট্রাকে আগুন দেয়। সন্ধ্যা ৭টার দিকে কোনাবাড়িতে মিছিল করে ৩টি গাড়ি
ভাংচূর করে।
সাইনবোড এলাকার মিছিলে উপস্থিত ছিলেন ,জামায়াতের টঙ্গী পশ্চিম থানার
আমীর ইরফানুল হক,পুর্ব থানা আমীর নজরুল ইসলাম, শিবির মহানগর অর্থ সম্পাদক
তাজদিদ বিন ওয়াদুদ , শিক্ষা সম্পাদক মিজনুরর রহমান ও প্রচার সম্পাদক
হাসান মেহরব প্রমূখ।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির সাজেন্ট মিজানুর রহমান জানান, ককটেল
বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচূর হয়েছে। আগুন লাগার খবর জানিনা।
এদিকে রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের প্রথমে জোরপুকুর পাড়ে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এরপর আরো ২টি ককটেল বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর কয়েক
মিনিটের মাথায় আরো তিনটি ককটেলের বিস্ফোরণ হয়। জোরপুকুর পাড় থেকে রাজবাড়ি
রোডে সিনা হাসপাতাল পযন্ত পর পর ওই ৭টি ককটেল বিস্ফোরণ হওয়ায় রাস্তার দুই
পাশে অনেক দোকান পাট বন্ধ হয়ে যায়।
এ সকল বিষয়ে কতব্যরত জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদশক(এএসআই) মোঃ মোমিন
জানান, কাগজ দিয়ে পটকা বানিয়ে ফোটিয়েছে জামাত-শিবির। এখন
পালিয়ে গেছে।