আটকের পর ৫ নেতা নিখোঁজের দাবি ছাত্রদলের

Slider রাজনীতি

58633_bcd
স্টাফ রিপোর্টার | পুলিশের হাতে আটকের পর রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের ৫ নেতা নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, শুক্রবার নিখোঁজের পর থেকে ওই ৫ ছাত্রনেতার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশও এ ব্যাপারে কিছু বলছে না। নিখোঁজ ছাত্রনেতারা হলেন-  কলেজ শাখা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক জসীম উদ্দিন (বিএ-৩য় বর্ষ), সদস্য সুজন চন্দ্র দাস (ব্যবস্থাপনা-৩য়), রোমান আহম্মেদ (ব্যবস্থাপনা-৩য়), কেএম নাজমুল হাসান নিহাত (ইংরেজী-৪র্থ) ও ইরফান আহম্মেদ ফাহিম (বিএসএস-২য় বর্ষ)। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক জহির উদ্দিন জানান, কবি নজরুল কলেজের ছাত্রদলের সমাজসেবা সম্পাদক জসীমকে গত শুক্রবার পুলিশ ধরে নিয়ে যায়। জসীমের সন্ধান না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে সারাদিন যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেনি। এরপর শনিবার সন্ধ্যার পরে জসীমের ফোন থেকে কল করে নিখোঁজ বাকি চারজনকে ভিক্টোরিয়া পার্কে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে এরা যাওয়ার পর জসীমের পাশে ডিবি পুলিশকে দেখতে পায়। তারা আর সরে আসতে পারেনি, তাদেরও ডিবি ধরে নিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তাদের আটকের কথা ডিবি স্বীকার করেনি। এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন, ভিক্টোরিয়া পার্কের আশপাশ থেকে শনিবার রাতে ও গতকাল সন্দেহভাজন হিসেবে কয়েকজন আটক করা হয়েছে। তবে তিনি আটককৃতদের নাম জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *