কালীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩৪ পরিবারকে সমাজকল্যাণ মন্ত্রীর শুভেচ্ছা উপহার!

Slider জাতীয় রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩৪ জনকে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এসব উপহার সামগ্রী হোম কোয়ারেন্টাইনে থাকা কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন গুলোর বিভিন্ন গ্রামে বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান,অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন,ওসি তদন্ত ফরাদ মন্ডল সমাজকল্যাণ মন্ত্রীর দেয়া শুভেচ্ছা উপহার তুলে দেন।

এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩৪ জনের বাড়ীতে পুলিশের পক্ষ থেকে এর আগে ওই সব বাড়ীতে স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে।

এসময় ইউএনও রবিউল হাসান বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে। বিদেশ ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।ইতিমধ্যেই অনেকের হোম কোয়ারেন্টাইনে থাকা শেষও হয়েছে। তিনি আরো বলেন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ হোম কোয়ারেন্টাইনে থাকা সদস্যদের শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *