আজো পথ চেয়ে আছি—– ফাতেমা খাতুন রুনা

Slider সাহিত্য ও সাংস্কৃতি


জ্বলছে আজোও
বিরহিণীর হৃদয়ে যন্ত্রণার
দগ্ধ প্রদীপ শিখা__
আরো জ্বলজ্বল করে
জ্বলে উঠুক শত শত
শাখা- প্রশাখা__
আসে যদি হাতের কাছে
অলোকিক কোন
আলোকরেখা__
তবে দেরি নয় তাকে ছুঁয়ে দাও
এক্ষুনি নয় তো সে
নিমিষেই হয়ে যাবে অদেখা__
হারিয়ে যাবে দিগন্তের ওপারে
সবুজে ঘেরা অরণ্য
ওই নীল আকাশের
নীলাভ মেঘের ভেলায়__
তাই এসো হে এসো
ক্ষণিকের আগুন্তুগ
এসো মোর দ্বারে__
অসহায় ক্লান্ত পথিক তোমার আশে
এখনো আছে পথ চেয়ে বসে _

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *