ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দুই দিকে রাস্তায় আবারো ৭টি ট্রাক রাখা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কার্যালয়ের উত্তর দিকে ৩শ’ গজ দূরে ২টি এবং দক্ষিণ দিকে দেড়শো গজ দূরে ৫টি ট্রাক রাখা হয়েছে। ট্রাক গুলোতে মাটি, সিমেন্ট, কাঠসহ বিভিন্ন দ্রব্য রয়েছে।
একটি ট্রাকের চালক মাহবুব জানান, শনিবার বিকালে তার ট্রাকটি এয়ারপোর্ট এলাকা থেকে আটক করে গুলশান থানায় রাখা হয়।
গত ৪ জানুয়ারি খালেদা জিয়ার কার্যালয় ঘিরে ১৩টি বালুর ট্রাক রাখা হয়। এরপর ৫ জানুয়ারি রাতে ট্রাকগুলো সরিয়ে ফেলা হয়। আজ আবারো কার্যালয়ের সামনে ট্রাক নিয়ে আসা হলো।