বিশ্ব মোট আক্রান্ত রোগী ৩৩৫৯৯৭ মারা গেছেন ১৪৬৪১জন

Slider জাতীয় সারাবিশ্ব


ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বের ১৯০টি দেশ আক্রান্ত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে করোনায় বিশ্ব মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৫৯৯৭ জন। মারা গেছেন ১৪৬৪১জন। মৃত্যুর মিছিলে চীনকে ছাড়িয়ে গেছে ইতালি।

এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের রেকর্ড ইউরোপের দেশ ইতালির। সেই পথেই এগিয়ে যাচ্ছে স্পেনও!

প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে ইতালি। ২৪ ঘণ্টার হিসেবে সব হিসাব পেছনে ফেলছে তারা। মৃতের সংখ্যায় এখন ইতালির পরেই দেখা যাচ্ছে স্পেনকে।

রোববার দেওয়া কর্তৃপক্ষের তথ্যমতে সর্বশেষ একদিনে ইতালিতে করোনায় মারা গেছে ৬৫১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জনে। এটাই এখন পর্যন্ত কোনো দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনার উৎসস্থল চীনে ভাইরাসটিতে মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। এরপর ইতালি। আর সে পথেই এগিয়ে যাচ্ছে স্পেন। এই দেশে করোনায় ১ হাজার ৭৫৬ জন মানুষ মারা গেছে। ইতালিতে শেষ ২৪ ঘণ্টায় সংখ্যার হিসেবে যেখানে ৬৫১ জনের প্রাণ গেছে সেখানে একই সময়ে ৩৯৪ জনের প্রাণ গেছে স্পেনে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে ইতালিতে এরই মধ্যে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া সবই বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরে থাকতে বলা হয়েছে সবাইকে। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে স্পেনও। এই অবস্থা আরও ১৫ দিন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এই মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ হাজারের বেশি মানুষের; আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *