৫ হাজার ৪৭৬ জন, মৃত্যুর সব রেকর্ড ছাড়াল ইতালি

Slider জাতীয় টপ নিউজ

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। প্রায় প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে।

রোববার ইতালিতে করোনায় মারা গেছে ৬৫১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৭৬ জনে। খবর রয়টার্সের

এটাই এখন পর্যন্ত কোনো দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। করোনার উৎসস্থল চীনে ভাইরাসটিতে মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেশটিতে।

করোনায় তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৭৫৬ জন মানুষ মারা গেছে স্পেনে। চতুর্থ সর্বোচ্চ ১ হাজার ৬৮৫ জন মারা গেছে ইরানে।

চীনের পর করোনা ব্যাপকহারে আঘাত হানে ইতালিতে। শনিবার দেশটিতে রেকর্ড সংখ্যক একদিনে মারা যান ৭৯৩ জন। রোববার একদিনে মৃতের সংখ্যা কমে ৬৫১ জনে। আজ আশার খবর দেশটিতে একদিনে মৃতের সংখ্যা কমার পাশাপাশি নতুন করে আক্রান্তের সংখ্যাও কমেছে।

প্রাণঘাতী এ ভাইরাসে রোববার পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্ত তিন লাখ ৩৭ হাজার ৮৮১ জন এবং মৃতের সংখ্যা ১৪ হাজার ৪৪৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *