ঢাকা: আগামীকাল সোমবার থেকে জুম অনলাইন অ্যাপের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফ করবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রতিদিনের মতোই বেলা ১২টায় এ ব্রিফিংও হবে। ব্রিফিংয়ে অংশগ্রহণের জন্য ই-মেইলে আমন্ত্রণপত্রও পাঠানো হবে। তখন আপনারা এই অ্যাপের মাধ্যমে ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বাংলাদেশেও দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। আরো নতুন করে তিনজন আক্রান্তের খবর দিয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ জন রোগী শনাক্ত করা হয়েছে।
এরমধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। দু’জন মারা গেছেন।