নিজস্ব প্রতিনিধি:গাজীপুরে শ্রীপুরে মিথ্যা মামলার হয়রানির হাত থেকে বাঁচতে আওয়ামীলীগ নেতা সংবাদ সম্মেলন করেছেন।
(১৪ মার্চ শনিবার) দুপুরে উপজেলার নগর হাওলা গ্রামে ভোক্তভোগী আওয়ামীলীগ নেতা মো.আতাউর রহমান তাঁর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে সহদোর ভাই এমএ বারি তার দ্বিতীয় স্ত্রী সায়মা ইয়াসমিনকে বাদি সাজিয়ে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলার ভয়ে যাতে আমি বাড়ি থেকে চলে যায়। এদিকে তারা আমার সকল সম্পত্তি দখল করে নিবে। দীর্ঘদিন ধরে আমার পৈত্তিক সূত্রে পাওয়া জমি দবরদখল করে রাখে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমার জমি বুঝে নিতে গেলেই একের পর এক সাজানো মিথ্যা মামলা দেয়া শুরু করে। এর আগেই পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলে তার তদন্ত আসে এএসপি কালিয়াকৈর সার্কেলের কাছে। তিনি তদন্ত করে ঘটনা মিথ্যা বলে প্রতিবেদন দেয়। পরে থানায় গত ৩০ জানুয়ারি একটি মামলা (নং৭৩) দায়ের করে। মামলার এজাহারে যে তথ্য গুলো উল্লেখ করেছে তার বাস্তবে কোন মিল নেই। এ ধরনের মিথ্যা বানোয়াট মামলার শিকার হয়ে আমি ও আমার পরিবার বাড়ি ঘর ছাড়া। এছাড়াও মামলাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মককর্তাদের কাছে সুষ্ঠ তদন্তের দাবি জানান। এসময় তাঁর পরিবারের সদস্য, স্থানীয় গ্রামবাসীরাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।