হজ ক্যাম্পে ইতালি ফেরতদের বিক্ষোভ

Slider জাতীয়

হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা ইতালি ফেরত যাত্রীরা বিক্ষোভ করছে। আজ সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা সেখানে থাকতে অস্বীকৃতি জানাচ্ছে।

ইতালি ফেরতদের দাবি, তাদেরকে অযথা এখানে আটকিয়ে রাখা হয়েছে। হজ ক্যাম্পে থাকার কোনো ধরনের সুব্যবস্থা নেই। তারা আরও বলছেন, ইতালিতে দু’বার এবং দুবাই-এ একবার তাদের টেস্ট করানো হয়েছে। এখানে বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে তাদের পাসপোর্ট নিয়ে যায় সংশ্লিষ্টরা।

এদিকে সকাল ৯টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা হজ ক্যাম্পের বাইরে অবস্থান করছিলেন।
তাদের জন্য এখনো রুম বরাদ্দ দেয়া হয়নি। ফলে তারা বিশ্রাম নিতে পারছেন না বলেও অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *