ঢাকা: সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এক হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন। গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশন মো. হাসান মানবজমিনকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে এক হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোনের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার এ টাকা পরিশোধ করা হবে। এরআগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবারের মধ্যে বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দেয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। এ বিষয়ে সোমবার পরবর্তী আদেশ দেয়া হবে। আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব। অপরদিকে গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
এরআগে গত ২৪শে নভেম্বর গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। সে জন্য তাদের তিন মাস সময় দেয়া হয়েছিল। তা আগামী ২৪শে ফেব্রুয়ারি শেষ হবে।