পুলিশ ক্যাম্পে হামলা, এএসআইসহ আহত ২

টপ নিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীরা ককটেল হামলা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান জিসান ও তার লোকজন অতর্কিত এ হামলা চালায় বলে পুলিশ জানায়। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ককটেল হামলায় ওই ক্যাম্পের এএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মো. ছিদ্দিক আহত হন। তাদের পা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ওই গ্রাম ও আশপাশে এলাকায় রাতভর লক্ষ্মীপুর সহকারী জেলা পুলিশ সুপার (সদর) মো. নাসিম মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্থায়ী পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে জিসান ও তার বাহিনীর সন্ত্রাসীরা পুলিশের ওপর ককটেল হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *