ডেস্ক: সিঙ্গাপুরে শনাক্ত হয়েছেন প্রথম বাংলাদেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (৯ই ফেব্রুয়ারি) ৩ জন নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগীর নাম ঘোষণা করে। এ নিয়ে সিঙ্গাপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম মাদারশিপ এই খবর দিয়েছে। খবরে বলা হয়, বাংলাদেশি ওই ব্যক্তির বয়স ৩৯ বছর। তিনি ওয়ার্ক পাস নিয়ে সিঙ্গাপুরে কাজ করছেন। তবে তিনি কখনও চীনে যাননি।
এই বাংলাদেশি শ্রমিক ১লা ফেব্রুয়ারি প্রথমবারের মতো করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ সহ হাসপাতালে গিয়েছিলেন। তবে তখন তাকে ভর্তি করা হয়নি।
৭ই ফেব্রুয়ারি চাঙ্গি জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। তবে এর মধ্যে তিনি ৩রা ফেব্রুয়ারি ডাক্তারের কাছে, ৫ই ফেব্রুয়ারি হাসপাতালে ও ৭ই ফেব্রুয়ারি বেদক পলিক্লিনিকে গিয়েছিলেন। তবে ৮ ফেব্রুয়ারি ফের পরীক্ষা করা হলে তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপরই তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশিয়াস ডিজিস (এনএসআইডি)-এ হস্তান্তর করা হয়। এর আগে তিনি তিনি সিঙ্গাপুরের সৈয়দ আলাওয়ি সড়কের মুস্তাফা সেন্টারে গিয়েছিলেন। সেখানে দ্য লিও ডরমিটরিতে ছিলেন।