ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মেয়াদ চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার মেলা চলাকালীন গত ১০ই জানুয়ারি মেলা বন্ধ ছিল। সেই সঙ্গে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে মেলা বন্ধ থাকবে। এ কারণে ব্যবসায়ীদের ক্ষতির কথা জানিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠালে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেলার মেয়াদ আগামী ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আগামী ১লা ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। এ কারণে ৩১শে জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে।
তিনি বলেন, এবার মেলার সমাপনী অনুষ্ঠান হবে ৩রা ফেব্রুয়ারি সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
নিয়মানুযায়ী বছরের প্রথম দিন ১লা জানুয়ারি শুরু হয়ে এ মেলা শেষ হয় ৩১শে জানুয়ারি।