ঢাবি ছাত্রীকে ধর্ষণ ৪ দাবিতে অনশনে ৪ শিক্ষার্থী

Slider জাতীয় নারী ও শিশু সারাদেশ

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চার শিক্ষার্থী অনশন কর্মসূচি পালন করছেন। ধর্ষণের খবর শোনার পরপরই রোববার রাত সাড়ে ৩টা থেকে রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র মো. সিফাতুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী।

এরপর সোমবার থেকে সিফাতের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে যোগ দেন ঢাবির আরও তিন শিক্ষার্থী। তারা হলেন মৃত্তিকা-পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র মো. সাইফুল ইসলাম রাসেল, তথ্য ও প্রযুক্তি ইনস্টিউটের ২০১৩-১৪ সেশনের ছাত্র মোস্তাফিজুর রহমান নাফিজ এবং ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র মো. আবদুর রহমান।

বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতাকে বারবার ধর্ষণের ঘটনা সংঘটিত হওয়ার কারণ বলে মনে করেন অনশনকারী শিক্ষার্থীরা। তারা বলেন, ধর্ষণের যদি উপযুক্ত বিচার হতো, তাহলে বারবার ধর্ষণ হতো না। একমাত্র কঠোর শাস্তিই পারে ধর্ষণকে রোধ করতে। তাছাড়াও তারা ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে না পারাকে ধর্ষণ সংঘটনের কারণ বলে মনে করেন।

অনশনকারীরা এ সময় তারা ৪ দফা দাবি লেখা প্লাকার্ড বহন করেন। ৪ দফা দাবির মধ্যে রয়েছে- অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, সংশ্লিষ্ট ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিভাবকের ভূমিকা পালন করা, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করা এবং দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা।

এদিকে তীব্র শীতের মধ্যে শিক্ষার্থীরা রাতভর রাজু ভাস্কর্যে অনশন করায় সকালে তাদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ।
এ সময় তিনি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৫ই জানুয়ারি রাতে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘটনার পর থেকে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন বিভিন্ন ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *