১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতিতে আমরণ অনশন প্রত্যাহার করেছেন পাটকল শ্রমিকরা। শনিবার থেকে কাজে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ফার্মগেটের জেডিপিসি কার্যালয়ে পাটকল শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সেখানে তিনি ঘোষণা দেন- আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন পাটকলের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ দেওয়া হবে। এজন্য আমি তাদেরকে অনশন ভাঙতে বলেছি। তারা আমাদের কাছে চিঠি চেয়েছে। আমরা চিঠি দিলে তারা অনশন প্রত্যাহার করেছে।