আগামী ২০ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করবেন নির্বাচন কমিশন। গতকাল মাঠপর্যায়ে এ চিঠি দেন ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন। ভোটার তালিকার খসড়া সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিস,জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট থানা, উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়,ইউনিয়ন পরিষদ,পৌরসভা,ওয়ার্ডঅফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জনগুরুত্বপূর্ণ দর্শনীয় যেকোন স্থান এবং সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখতে বলা হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, আমরা আইন সংশোধন করে জাতীয় ভোটার দিবসে (১ মার্চ) ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিদ্যমান ভোটার তালিকা আইনে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার নিয়ম ছিল। কমিশন এতে সংশোধন এনে মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানা গেছে। এবার ভোটার তালিকা হালনাগাদে ৯৫ লাখের উপরে নাগরিক নিবন্ধন সম্পন্ন করেছে বলে জানা গেছে।