চট্টগ্রামে বাজারে অগ্নিকাণ্ডে গুদাম ও দোকান পুড়ে ছাই

Slider চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে আগুন লেগে দুইটি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ হারুণ।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশন থেকে চারটি পানিবাহী গাড়ি পাঠানো হয়। সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে তিনজন মালিকের দুইটি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *