বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করছে সরকার। মুজিববর্ষের আয়োজন থেকে বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। প্রায় প্রতিটি ফেডারেশনই চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক কোন আসর আয়োজনের। ক্রিকেটে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ আয়োজন করছে। মুজিববর্ষকে আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এরই মধ্যে আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলের দিয়েগো ম্যারাডোনাকে প্রথমবারের মত ঢাকায় আনার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আলোচনা করে বাফুফে নিশ্চিত হয়েছে, মুজিববর্ষে ম্যারাডোনা ঢাকায় আসবেন। তবে, কবে আসবেন ম্যারাডোনা, সেটা নিশ্চিত হয়নি। ১৭ মার্চ থেকে যেহেতু শুরু হবে মুজিববর্ষ।
২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে এই বর্ষের কার্যক্রম, এই সময়ের মধ্যেই ম্যারাডোনাকে ঢাকায় আনা হবে। তবে বাফুফে জানিয়েছে, আর্জেন্টিনার হয়ে দুই বার বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরা এই ফুটবলারের ম্যারাডোনার সুবিধাজনক সময় অনুযায়ী তার আগমণের সময় এবং সূচি ঠিক করা হবে।
জানা গেছে, ‘এক থেকে দুই রাত্রির বেশি তিনি ঢাকায় থাকবেন না। বাংলাদেশে ম্যারাডোনার যে সসফর সূচি থাকবে, তার মধ্যে অন্যতম হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। বাকিগুলো ম্যারাডোনার সফরে সময়ের দৈর্ঘ্য অনুসারে ঠিক করা হবে।’