সারা দেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষরা কাবু হাড়কাঁপানো শীতে। শীতে কাবু রাজধানী বাসীও। আবহাওয়া অফিস বলছে, আজ রাতে সারাদেশে ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।
ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহে নিদারুণ কষ্টে রয়েছেন ছিন্নমূল মানুষেরা। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও অনেক এলাকায় সূর্যের দেখা মেলেনি আজ। এ অবস্থায় একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকে। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন এবং দেশের অন্য অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদদের মতে, উত্তরাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসতে পারে। তবে ঢাকার তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে।