‘আওয়ামী লীগের মধ্যে জামায়াতের অনুপ্রবেশকারী, রাজাকারও রয়েছে। তারা সরকারের বড় বড় পদে রয়েছে, এমনকি আমাদের জননেত্রী শেখ হাসিনার আশপাশেও আছে। এটা আমি প্রমাণসহ বলতে পারি। তবে তাদের নাম বললে আমার আর ঢাকায় আসা হবে না। তাই নাম বলতে চাই না। রাজাকারের তালিকা প্রকাশ করার আগে এসব অনুপ্রবেশকারীর তালিকা প্রকাশের প্রয়োজন ছিল।’
জাতীয় প্রেস ক্লাবে গতকাল রবিবার সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি, বঙ্গবন্ধু ও বাংলাদেশের বিজয়’ শীর্ষক আলোচনাসভায় ভাষাসৈনিক আবদুল গাফ্ফার এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাজাকারদের তালিকা করলে দেখা যাবে রাজাকাররাই সেই তালিকা তৈরি করছে। জানি না কোনো রাজাকারের হাত দিয়েই রাজাকারের তালিকা হচ্ছে কি না। মনে রাখতে হবে, শেখ হাসিনাকে তারা সরিয়ে দিতে পারলে তাসের ঘরের মতো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে।’
প্রধান অতিথির বক্তব্যে গাফ্ফার চৌধুরী বলেন, ‘আজ প্রধানমন্ত্রী সাহসের সঙ্গে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করছেন, একাত্তরের ঘাতকদের বিচার করছেন, যা বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো পারতেন না। কারণ বঙ্গবন্ধু কোমল হৃদয়ের মানুষ ছিলেন।’
এই ভাষাসৈনিক বলেন, ‘লন্ডনে তারেক রহমানের কত টাকা রয়েছে আল্লাহ ভালো জানেন। তিনি নাইটক্লাবে যান, বড় বড় মার্কেটে ঘুরে বেড়ান, সেখানে তাঁর বড় প্রভাব রয়েছে। তিনি স্বপ্ন দেখেন, খালেদা মারা যাওয়ার পর তাঁর স্ত্রী (ডা. জোবাইদা) এ দেশের প্রধানমন্ত্রী হবেন।’