রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন,১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ, উপজেলা পরিষদের অর্থায়নে করোনা চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন প্রকার জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(৫ আগষ্ট) সকালে শ্রীপুর উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইকবাল হোসের সবুজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান, শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন, শ্রীপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণব ভূষণ দাস,শ্রীপুর মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. সিরাজুল হক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নূরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. সাফি উদ্দিন মোড়ল, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মো. কফিল উদ্দিন মন্ডল, শ্রীপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মো মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ,তেলিহাটি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফারুক হোসেন,প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক আকন্দ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো হুমায়ুন কবির হিমু,পৌর আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক মো.নূরে আলম মোল্লা প্রমুখ।